মডেল তুলনা ও তার ভাই গ্রেফতার

বনানী থানার এসআই বিশ্বজিৎ জানান, তুলনা আল হারুনের সহকর্মী ঈশানী ইনাজিবা বাদী হয়ে ২১ জুন বনানী থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, স্যোশাল মিডিয়া ব্যবহার করে বাদীকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালান তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলী। পুলিশ সূত্রে জানা গেছে, মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজি।
২০০৭ ‘ইউ গট দ্য লুক’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তিনি। ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।
তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।
এছাড়া র্যাম্প মডেল ও কয়েকটি টেলিভিশনে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পড়া হয়েছে ২৫৯ বার
( বি:দ্রঃ আপনভূবন ডটকম -এ প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। কপিরাইট © সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আপনভূবন ডটকম )
আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করে মতামত প্রদান করতে পারেনঃ