প্রধানমন্ত্রীকে ঘোষণা দেয়ার আহ্বান, অন্য কারও কথায় আন্দোলন বন্ধ নয়

কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দেয়া ছাড়া অন্যদের কথায় চলমান আন্দোলন স্থগিত করা হবে না বলে জানিয়েছেন তারা।
বুধবার দুপুরে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যতীত কোনো মন্ত্রী বা অন্য কোনো পর্যায়ের নেতার মুখের কথা শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। আমরা প্রধানন্ত্রীর মুখ থেকেই এ কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার ঘোষণা শুনতে চাই।
তিনি আরও বলেন, আমাদের দাবি শতভাগ কোটা বাতিল ছিল না। আমরা কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছি।
এর আগে বুধবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন আন্দোলনকারীদের জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছেন।
তারা জানান, কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজের পক্ষ থেকে আজ সকালে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় প্রধানমন্ত্রী বলেন- সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না।
ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে এ কথা শুনে তারা দাবি মানার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে এ ঘোষণা সরাসরি প্রধানমন্ত্রীকে দেয়ার দাবি জানান তারা।jugantor
পড়া হয়েছে ৪৫ বার
( বি:দ্রঃ আপনভূবন ডটকম -এ প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। কপিরাইট © সকল সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আপনভূবন ডটকম )
আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করে মতামত প্রদান করতে পারেনঃ